ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সালথার গট্টিতে বিক্ষোভ মিছিল
নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইল রাষ্ট্রের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথার গট্টিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গট্টি ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) বাদ আছর বালিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গট্টি ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইফাজ উদ্দিন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, মুফতি আবুল হোসাইন, অধ্যাপক জাফর দুলাল, মাওলানা ইব্রাহিম হোসাইন, মাওলানা জুবায়ের হোসেন, মাওলানা হাসমত আলীসহ হাজারো ধর্মপ্রান মোমিন মুসলমান।
এসময় বক্তারা দাবি তোলেন, “দীর্ঘদিন ধরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি জনগণের উপর বর্বরচিত হত্যা নির্যাতন চালিয়ে আসছে। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মুজিবুর রহমান
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে