ফরিদপুর চিনিকল পরিদর্শন করলেন সচিব-রিপোর্ট হৃদয়শীল
ফরিদপুর চিনিকল পরিদর্শন করলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোঃ চৌধুরী রুহুল আমিন কায়সার(এফসিএমএ)।শনিবার সকাল ৯ টা হতে দিন ব্যাপী চিনিকলের খামার,কারখানা বিভাগের বয়লার,টারবাইন,বিদ্যুৎ,যান্ত্রিক,ওয়ার্কসপ,ইটিপি এলাকা, ফলজ বাগান, ‘নিজের টাকাই গাছ লাগাই’,চেয়ারম্যান বাগান, ৬ ও ৮ নং ইউনিটে এসটিপি বীজ রোপন, বোয়ালমারী এলাকার আখখেত পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া, মহাব্যবস্থাপক(অর্থ) খোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কারখানা) মোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মাদ আনিস উজ্জামান, শ্রমজীবী ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম।
ব্যবস্থাপক(সিপি)মো. ইমরুল হাসান, ব্যবস্থাপক(বীজ এন্ড এগ্রো) কানিজ ফাতেমা রোখসানা, সহ ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাসুদুর রহমান,শ্রমজীবী ইউনিয়নের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদসহ চিনিকলের কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোঃ চৌধুরী রুহুল আমিন কায়সার(এফসিএমএ) বলেন,সরকার চিনিকলগুলো টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর। আখের দামও সন্তোষজনক। আখ রোপন বাড়াতে হবে, চিনি আহরনের হার বাড়াতে হবে। তাহলেই সরকার চিনিকলগুলো টিকিয়ে রাখবে। এজন্য সকল কর্মকর্তা,কর্মচারী, শ্রমিক যার যার জায়গা হতে কাজ করতে হবে। আখচাষীদের আখচাষে উদ্ধুদ্ধ করতে হবে।
হৃদয় শীল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:-
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে