শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হলেন এডিএম শহিদুল ইসলাম
প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম।
একাধিক প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ সমাধান,অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ গ্রহণ, সরকারি ও নিজস্ব তহবিল হইতে বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ।
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে খেলাধুলার সামগ্রী বিতরণ, অভিভাবকদের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সর্বক্ষণিক যোগাযোগ স্থাপন সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম ও শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো ওবায়দুল্লাহ স্বাক্ষরিত এক পএে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে এডিএম শহীদুল ইসলাম কে মনোনীত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন শ্রীবরদী উপজেলা বাসির ভালোবাসার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে।
এসডি সোহেল রানা
দৈনিক ভোরেরর বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.