ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবলু মোল্যা গ্রেপ্তার


নগরকান্দায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবলু মোল্যাকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-১০,সিপিসি-৩।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফরিদপুর র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বাবলু মোল্যা ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের তোতা মোল্যার ছেলে। আজ সোমবার দুপুরে ফরিদপুর র্যাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ বাবলু মোল্লার বিরুদ্ধে ২০১৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার ভাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়। গত ৩ আগষ্ট আসামি বিরুদ্ধে বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০এর ৯(১) টেবিল ৩(খ) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। উক্ত রায় হওয়ার পর থেকে সে পলাতক ছিলো।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত আাসামী মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত আছেন বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.