ভোলা মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী এই সাঁকোটি যেন মরণ ফাঁদ
ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটেছে ,একাধিকবার পারাপারে ঘটেছে শিশু শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনাও। এই সাঁকোটি পার হয়ে দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়, আলিমাবাদ ফাজিল মাদ্রাসা, পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, আসমানীয়া ডিগ্রি মাদ্রাসা,ভাষা শহিদ কলেজ,নাজিউর রহমান কলেজ সহ এলাকার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী ও সাধারণ মানুষ নিয়মিত আসা যাওয়া করে।
এ বিষয়ে কাজিরচর গ্রামের রাজেকুল ইসলামের সঙ্গে কথা হয়। রাজেকুল পেশায় একজন জেলে তিনি বলেন, আমরা দির্ঘবছর ধরে এই হাক্কা পার হয়ে ভয়ে ভয়ে চলছি। এখানে একটি ব্রিজ হলে হাজার হাজার পরিবারের উপকার হতো।
এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে আলিমাবাদ মাদ্রাসাসহ আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী ও এখানকার একমাত্র বৃহৎ বাজার মাঝকাজী ও হাওলাদার বাজারে আসা অসংখ্য ক্রেতা-বিক্রেতা ও বিভিন্ন কোম্পানির লোকজন যাতায়াত করে।
কিন্তু এই সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ছোট কোমলমতি শিক্ষার্থীদের সাঁকো পারাপারে অনীহা প্রকাশসহ পড়াশোনা বঞ্চিত হচ্ছে অনেক শিশুরা। পাশাপাশি বাজারে ক্রেতা-বিক্রেতাও অনেকাংশে কমে গেছে।
সাঁকোর একপ্রান্তে দেখা যায় অপেক্ষারত শিশু শিক্ষার্থী সিফাতের মা লুৎফন নাহার, তিনি বলেন আমরা আমাদের ছেলে মেয়েদের সাঁকো পার করে দিয়ে মাদ্রাসায় পাঠাই ছুটির সময় হলে আতঙ্কে থাকি, আবার সাঁকোর কাছে এসে বসে থাকি ছেলে মেয়ে আসলে পার করে নেই।
মাঝ কাজী বাজারে ডাঃ কুতুব উদ্দিন টগর এর দোকান থেকে শিশু সাওদার জন্য ওষুধ নিয়ে ফেরা হাওয়ানুর বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারায় যেন আমাদের এখানে একটি ব্রিজ হয় আমাদের ছেলে মেয়েরা যাতে নির্বিঘ্নে স্কুলে যেতে আসতে পারে, আতঙ্ক মুক্ত থাকতে পারি।
আলিমাবাদ ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবুল বয়াতি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের যে উন্নয়নের ধারা চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় কাজীরহাট বাজার সংলগ্ন কাজির চর খালের উপর দ্রুত একটা ব্রিজ নির্মাণ করা হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এই ব্রিজটি একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ, স্থানীয়দের স্বেচ্ছায় দেওয়া বাঁশ, গাছ ও টাকার সহায়তায় এই নড়বড়ে সাঁকো ব্যাবহারে প্রতিবছরই কোমলমতি শিশু শিক্ষার্থীরা দূর্ঘটনায় পতিত হয়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সবুজ হাওলাদার বলেন আমার নির্বাচনীয় এলাকার ৬ নং ওয়ার্ডের এই সাঁকোটি একটি জনগুরুত্বপূর্ণ সাঁকো। এ সাঁকো দিয়ে আলিমাবাদ ইউনিয়নসহ ৫ টি ইউনিয়নের লোক যাতায়াত করে। আর প্রতি বছরই সাঁকো ভেঙ্গে পড়ে পথচারীরা গুরুতর আহত হয় এবং প্রানহানির মত ঘটনা ঘটে। এখানে একটি ব্রিজ নির্মান করা অতীব গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
১০নং আলিমাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি জানান, এখানে ব্রিজ নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে।
বরিশাল (এলজিইডি)নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম জানিয়েছেন, সাঁকোর সমস্যা সমাধানে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিষ্ট দেয়া হয়েছে। তবে এই সাঁকোটি খুবই জনগুরুত্বপূর্ণ বলে আমরা জেনেছি, যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানে ব্রিজ নির্মাণের ব্যাবস্থা করা হবে।
এমডি শফিকুল-ভোলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে