শ্রীনগরে রাস্তার পাশে আবর্জনার স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
মুন্সীগঞ্জের শ্রীনগরে কলেজ গেইট সংলগ্ন পোদ্দার বাড়ির নাকের ডগায় রাস্তার পাশেই ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। নোংরা দুর্গন্ধে আশপাশের লোকজন অতিষ্ঠ।এতে যেমন দূষিত হচ্ছে পরিবেশ তেমনই স্বাস্থ্য ঝুঁকিতে আছে এলাকাবাসী। তীব্র পঁচা দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরাও।
অনেকেই বলছে ডাস্টবিনের অভাবে যত্রতত্র জন চলাচলের রাস্তার পাশে ময়লা ফেলা হচ্ছে। সরজমিনে দেখা যায়,শ্রীনগর ইউনিয়নে ভাগ্যকুল রোড কলেজ গেইট সংলগ্ন তিন রাস্তার মোড় মধ্যস্থ একটি মালিকানা নিচু জমিনে নিয়মিত ময়লা ও আর্বজনা ফেলে স্তুপে রুপ নিয়েছে।
এ ময়লার স্তুপ থেকে বাতাসের সাথে বিষাক্ত দুর্গন্ধ প্রবেশ করার ফলে পরিবেশ নষ্ট হয়ে বসবাসে ব্যাহত হচ্ছে।রাস্তার পাশে ব্যাক্তিগত মালিকানাধীন স্থানে ময়লার ভাগারটির কারনে এলাকায় অসুস্থ্য রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।ময়লার স্তুপের কারনে নাকে রুমাল ব্যবহার করে যাতায়াত করছে সব শ্রেনী পেশার মানুষ। শুধু তাই নয় যত্রতত্র ময়লা-আবর্জনা থাকায় এডিস মশা, মাছি বংশ বিস্তার করছে।
এক পথচারী বলেন,রাস্তার পাশে এই নোংরা পরিবেশ চলাচলের সময় ধম বন্ধ হয়ে আসে। শ্রীনগরে পৌরসভা হলে ময়লা আবর্জনা পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থাও অবসান ঘটবে।আর না হলে আধুনিক শ্রীনগর গঠনে আমরা পিছিয়ে যাবো।
জায়গার মালিক রাজেশ পোদ্দার বলেন,চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করি মাস পেড়িয়ে গেলেও বাড়িতে আসতে সুযোগ হয় না।শুনেছি আমার জায়গার পাশে মেলা বসিয়ে পাশের জায়গার মালিক ব্যবসা করে আসতেছে। ভালো কথা কিন্তু ময়লা আর্বজনা ফেলে আমার জায়গাটাকে নোংরা পরিবেশে পরিনত করবে এটা মেনে নেওয়া যায়না।তাছাড়া ময়লার স্তুুপের দুর্গন্ধের জন্য এলাকার অনেকেই আমার কাছে অভিযোগ করেছে।
মোঃ তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.