ইউজিসি এপিএ মূল্যায়নে ৪র্থ স্থানে খুবি


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে চতুর্থ স্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বিশ্ববিদ্যালয়টির প্রাপ্ত সার্বিক স্কোর ১০০ তে ৯৫ দশমিক ৪৭।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে ইউজিসির আওতাধীন ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়।
এতে ১০০ তে ১০০ পেয়ে ১ম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ২য় ও ৩য় স্থানে রয়েছে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৭ দশমিক ৯১ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৫ দশমিক ৯৭।
ইউজিসি সূত্রে জানা যায়, ছয়টি বিষয়ে ১০০ নম্বরের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। কৌশলগত উদ্দেশ্যে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০ নম্বর, ই-গভর্ন্যান্স বা উদ্ভাবন পরিকল্পনায় ১০ নম্বর, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনায় চার নম্বর, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় তিন নম্বর এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় তিন নম্বর ছিল।
উল্লেখ্য, সেবায় গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিতে সরকার ২০১৪-১৫ সালে দেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.