আসছে মেহেদী হাসান রাসেল এর লেখা দ্বিতীয় বই অনিবার্য আর্তনাদ
তরুণ কবি ও লেখক মেহেদী হাসান রাসেল এর লেখা দ্বিতীয় বই অনিবার্য আর্তনাদ। বইটি কবিতার দেয়াল প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে।প্রকাশকের নাম উম্মে রায়হানা লিয়া ।
মেহেদী হাসান রাসেল এর আগে কাব্যগ্রন্থ লেখে। বইটি পাঠক প্রিয় হয়।নতুন বইটির প্রচ্ছদ করে হাসান মাহমুদ ফারাবী। বইটি হবে গল্পগ্রন্থ। সম্ভাবনা স্বপ্নজয়ের গল্প,ভাঙা গড়ার গল্প।
সম সাময়িক পরিস্থিতি তুলে ধরা হয়েছে বইটিতে শীঘ্রই বইটির প্রথম কপির নিলাম করা হবে, তরুণ কবি ও লেখক মেহেদী হাসান রাসেল বলেন আপনাদের উৎস পেলে আরো লিখতে চেষ্টা করবো ইনশাল্লাহ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে