সালথায় পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর-দৈনিক ভোরের বার্তা
আজ ফরিদপুরের সালথায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. হাফসা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এই ঘটনা ঘটে। হাফসা ওই গ্রামের কৃষক মো. জাহাঙ্গীর মৃধার একমাত্র মেয়ে। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তার মা-বাবা।
নিহত শিশুর পরিবার জানান, সকাল ১০টার দিকে হাফসাকে বাড়ির ওঠানে ছেড়ে দিয়ে তার মা হেনা বেগম গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় হাফসা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায় হাফসাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিববারের সদস্যরা।
পরে দ্রুত ভাসমান শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মো. ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, গ্রাম এলাকায় বর্ষা মৌসুমে প্রতিটি শিশু পরিবারের সচেতন হওয়া জরুরি। এই সময় শিশুরা বেশি পানিতে ডুবে মারা যায়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.