শেরপুরে জাতীয় পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত –রিপোর্ট এসডি সোহেল রানা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার প্রত্যয়ে জাতীয় পার্টি শেরপুর সদর উপজেলা শাখার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে আগস্ট সোমবার দুপুরে শেরপুর টাউনের থানা মোড় এলাকার ইলিয়াস প্লাজার দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো মোখলেসুর রহমান চেয়ারম্যান সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করন, জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা আলহাজ্ব ইলিয়াজ উদ্দিন চেয়ারম্যান।
ও সদর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো তাজুল ইসলাম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব আতর আলী চেয়ারম্যান, শেরপুর শহর জাপার সভাপতি হারুন জিলানী কমিশনার, সাধারণ সম্পাদক বাবু মানিক কর্মকার।
এবং জেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, সাবেক কোষাধ্যক্ষ আবু সাঈদ খোকন, প্রবীণ জাতীয় পার্টির নেতা মো নবাব আলী চেয়ারম্যান, জেলা জাপার সাবেক যুগ্ন সংগঠনিক সম্পাদক মো ওসমান গনি।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো হাবিবুর রহমান মাস্টার, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা
,যুগ্ম আহবায়ক মো নুরুজ্জামান, শ্রীবরদী উপজেলা জাপার সাবেক সভাপতি মো আলতাফ হোসেন। এ সময় শেরপুর সদর উপজেলা জাপার নেতাকমী, সদর উপজেলার ১৪ ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক শেরপুর শহর জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় একক প্রার্থী হিসেবে জেলা জাপার সভাপতি ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান কে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রের হাই কমান্ডের কাছে দাবি জানায়।
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে