বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০২৩ এ পুরষ্কার পেলেন খুবি শিক্ষার্থী রাফি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী স্মরণে আয়োজিত “বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী–২০২৩” এ “শেখ জামাল পুরষ্কার” পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. সাইমুম ইসলাম রাফি।
‘জাতীয় শোক দিবস পালন পরিষদ-২০২৩’ কর্তৃক আয়োজিত এ প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
এ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ ও ক্রেষ্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ১ম পুরষ্কার (বঙ্গবন্ধু পুরস্কার) ১,০০,০০০/- (এক লক্ষ টাকা), ২য় পুরষ্কার (শেখ ফজিলাতুন নেছা মুজিব পুরষ্কার) ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা), ৩য় পুরস্কার (শেখ রাসেল পুরস্কার) ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), ৪র্থ পুরষ্কার +শেখ কামাল পুরষ্কার) ২০,০০০/- (বিশ হাজার টাকা) এবং ৫ম পুরস্কার (শেখ জামাল পুরষ্কার) ২০,০০০/- ( বিশ হাজার টাকা)। মো. সাইমুম ইসলাম রাফি ‘শেখ জামাল পুরষ্কার’ লাভ করেন। এতে শিল্পকর্মের বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।
অনুভূতি প্রকাশ করে মো. সাইমুম ইসলাম রাফি নয়া শতাব্দীকে বলেন, আমার শিল্পকর্ম চর্চার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে এবং বদ্ধভূমির উপর প্রতিষ্ঠিত ১০৬ একরের এই পবিত্র ভূমিতে৷ ছবি আঁকাটা কেবল আনন্দ লাভের এবং আত্মিক তৃপ্তি অর্জনের কারণ হলেও একজন শিল্পী হিসেবে কোনো প্রকার স্বীকৃতি জুড়ে দেয় উৎসাহ এবং অনুপ্রেরণা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারীতে আয়োজিত বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০২৩ এ পাওয়া শেখ জামাল পুরস্কার আমাকে এবং আমার বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। বাংলাদেশের স্বীকৃত ও স্বনামধন্য প্রতিষ্ঠানের শিল্পীদের মধ্যে আমার এ অর্জনে আমি আমার বিশ্ববিদ্যালয়, আমার শুভাকাঙ্ক্ষী এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে