ভাঙ্গায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা-রিপোর্ট ভাঙ্গা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। মায়ের কাছে আবদার করেছিলো নতুন মোবাইল ফোনের।
কিন্ত অসহায় মা ফোন কিনে দিতে না পারায় কিশোরী ——(১৭) নামে এক কিশোরী অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ আগষ্ট) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের শিলাধর চর গ্রামের বাস্তখোলা এলাকায়। পরিবারও স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার তার মাকে মোবাইল ফোন কিনে দিতে বললে, মা কিনে না দিলে মায়ের সাথে অভিমান করে সকলের অগোচরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম সাংবাদিক দের জানান,ভাঙ্গা পৌর সদরের ০৬নং ওয়ার্ডের বাস্তখোলা এলাকায় রাত সাড়ে আটটার দিকে সুরাইয়া আক্তার নামে একটি কিশোরী টিনশেড ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। সূত্রে আরো জানা যায়, তার বাবা ও মায়ের মধ্যে গত ৬বছর আগে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে সুরাইয়া আক্তার তার মা ও বোন সহ নানা বাড়ি থাকতেন।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে