সালথায় রবিন্স একাডেমি এইচ. এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথায় রবিন‘স একাডেমি‘র ২০২৩ সালের এইচ. এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় রবিন’স একাডেমি, এইচ এস সি ব্যাচ ২০২৩ এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ৮৭ জন শিক্ষার্থীকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
রবিন’স একাডেমির পরিচালক রবিন ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি মোসলেম মাতুব্বর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিকদার, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা এনায়েত হোসেন, সাংবাদিক মজিবুর রহমান সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব সালথা উপজেলা শাখা ফরিদপুর আজিজুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব সালথা উপজেলা শাখা ফরিদপুর প্রমুখ।
রবিন’স একাডেমির পরিচালক রবিন ইসলাম বলেন, ২০১৮ সাল থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রবিন’স একাডেমির যাত্রা শুরু করি। ২০২০ সাল থেকে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে এবছর দিয়ে মোট ৩য় তম ব্যাচের কোর্স সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আতিকুল ইসলাম।
মজিবুর রহমান সালথা ফরিদপুর
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.