কলাপাড়ায় সন্ত্রাসীর খুরের আঘাতে ভার্সিটি শিক্ষার্থী রাহুল দাস গুরতর আহত
পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসীর খুরের আঘাতে রাহুল দাস (২৭) নামের এক ইনিভার্সিটি শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (১১)ই আগস্ট শেষ বিকেলে কলাপাড়া শেখ কামাল সেতুর উত্তর প্রান্তে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। এসময় ধারালো খুর দিয়ে তার দুই গালে ও গলার নিচে আঘাত করে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়। আহত রাহুল কলাপাড়া পৌরশহরের চিংগরীয়ার বাসিন্দা রবিন্দ্র নাথ দাসের ছেলে।
এ বিষয়ে আহত এর পিতা রবীন্দ্রনাথ দাস বাদী হয়ে মোঃ আল আমিন নামের একজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়,আহত রাহুল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা লেখাপড়া করে। পাশাপাশি অনলাইনে ব্যাবসা করেন। শুক্রবার শেষ বিকেলে ঘটনাস্থলে একটি চায়ের দোকানে চা পান করছিল।
চা পান শেষে ওখানথেকে চলে যাওয়ার সময় অভিযুক্ত আল-আমীন হঠাৎ করে এসেই রাহুলের উপর অতর্কিত আক্রমণ করে। এসময় আল-আমীনের হাতে থাকা ধারালো খুর দিয়ে রাহুলকে হত্যার উদ্দেশ্য তার দুই গালে ও গলার নিচে সজোড়ে পোঁচ দেয়।
এতে রাহুলের গালে ও গলায় রক্তাক্ত জখমহয়। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন রাহুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে