আগৈলঝাড়ায় শিশু উন্নয়ন প্রকল্প সকল ধর্মের সমন্বয়ে শিশু সুরক্ষা কর্মশালা অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়ায় গতকার সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চার টা পর্যন্ত উপজেলার রাহুতপাড়া (বিডি-০৩৫৮)মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প হলরুমে,সকল ধর্মের গুরুদের সমন্বয়ে ও উপস্থিত ২৯৮ শিশুদের অবিভাবক দের মতামতের ভিত্তিতে সারাদিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত।
সকল ধর্মগ্রন্থ পাঠের মধ্যেদিয়েই অনুষ্ঠান শুরু হয়।এসময়ে উপস্থিত সকলকে প্রকল্প ব্যাবস্থাপক মি: উয়িলিয়াম রনি বাড়ৈ প্রধান অতিথি রাইট রেভা সৌরভ ফলিয়া ডেপুটি মডারেটর,চার্জঅব বাংলাদেশ, বিশেষ অতিথি রেভা শান্তি মন্ডল এলসিসি চেয়ারম্যন,রেভা আলবার্ট হালদার পুরহিত বরিশাল,মো:মোস্তাফিজুর রহমান এস আই আগৈলঝাড়া থানা।
ও নিবারন সরকার কমিনিটি লিডার,রবিন্দ্র নাথ হালদার ধর্মগুরু সনাতন,কারী মো: আব্দুল্লাহ আল মামুন ধর্মগুরু ইসলাম,মি:জিতেন রায় কেটিখ্রীষ্ট,মি:প্রদিপ কুমার সরকার ব্যবস্থপক বিডি-০৩৫১,মি:ফ্রান্সিস মিস্ত্রি এলসিসি সদস্য,নিখিল সমদ্দার প্রধান শিক্ষক রাহুতপাড়া মিশন স্কুল, সহ সকলকে ফুল দিয়ে বরন করে নেয়,শুভেচ্ছা বক্তব্য প্রদান করে এবং ধর্মিয় আঙ্গিকে শিশুদের কিভাবে সুরক্ষা ও অধিকার, শিক্ষা, নৈতিকতা, ও দারিদ্রতা, নিরাসন করা যায় সেই বিষয়ে উপস্থিত ধর্মগুরুদের নির্দেশনা ও মতামত চেয়ে ধন্যবাদ জানায়।
এসময়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন ধর্মগুরু রবিন্দ্রনাথ হালদার(সনাতন), রেভা আলবার্ট হালদার (খ্রিস্টান)কারি মো: আব্দল্লাহ আল মামুন (ইসলাম) রাইট রেভা সৌরভ ফলিয়া ডেপুটি মডারেটর চার্জ অব বাংলাদেশ ,নিবারন সরকার কমিনিটি লিডার, রেভা শান্তি মন্ডল এলসিসি চেযারম্যন,সাংবাদিক আজিজুল মুভি বাংলা টিভি,জগদীশ মন্ডল আমার সংবাদ।
এবং শিশু উন্নয়ন প্রকল্পর ইতি মধ্যেইএসপন্সর ভুক্ত ২৯৮ শিশুদের শিক্ষা ,সামাজিক ও শাররিক,নৈতিক ,সংস্কিৃতিক, এবং শিশুদের নিরাপত্তা ও শিশুদের ,বিভিন্ন উপকরন দিয়ে পারিবারিক ভাবে সাবলম্বি করা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে মেমি মধুর সঞ্চালনায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিযে প্রকল্প ব্যবস্থাপক ধর্মগুরুদের সুনির্দিষ্ট মতামতের দিকে খেয়াল রাখবে এবং সকলের সহোযগিতা কামনা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।
আরো দেথতে-https://www.youtube.com/@mbarta4327
জগদীশ মন্ডল আগৈলঝাড়া উপজেলা.
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে