বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে নাশকতারকারী আটক-দৈনিক ভোরের বার্তা
জামালপুরের বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও ও নাশকতার পরিকল্পনার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।
(১ আগস্ট) রাত সাড়ে ১২ টায় নিলাখিয়া ইউনিয়নের আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নিলাখিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সিপার উদ্দিনের ছেলে মইজদ্দিন (৬০), আব্দুস ছালামের ছেলে আসলাম মিয়া (৫৫), মমতাজ উদ্দিনের ছেলে উকিল মিয়া (৪০) ও উত্তর পাড়া এলাকার মাহবুব মিয়া (৩৫)।
খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস ধরে বকশীগঞ্জ উপজেলার তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। চাহিদার চেয়ে বিদ্যুতের সরবরাহ কম থাকায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির। কিন্তু নিলাখিয়া ইউনিয়নের কিছু ব্যক্তি নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবিতে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা করেন।
পরিকল্পনার খবর পেয়ে রাতে বকশীগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল নিলাখিয়া ইউনিয়নের আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরিকল্পনার সময় চার জনকে আটক করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতদের বিদ্যুৎ অফিস ঘেরাও ও নাশকতার পরিকল্পনা করায় ওই চারজনকে আটক করা হয়েছে। এঘটনায় বকশীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (২ আগস্ট) বিকালে আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরো দেখতে চোখ রাখুন-https://www.youtube.com/@mbarta4327
এসডি সোহেল রানা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.