ভাঙ্গায় ১২’শ পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১২‘শ পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই যুবক হলেন- জেলার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের মৃত সেকেন মাতুব্বরের ছেলে সেন্টু মাতুব্বর (৩৫) ও একই উপজেলার দাঁড়িয়ার মাঠ কলেজ পাড় এলাকার
আব্দুল সোবাহান মাতুব্বরের ছেলে হাফিজুর রহমান ওরফে বখতিয়ার (৩৬)। গ্রেপ্তারদের রবিবার (২৩ জুলাই) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে ভাঙ্গা উপজেলার সোনাখোলা পশ্চিম পাড়া এলাকার একটি রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ১২’শ পিচ ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই যুবক কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা কিনে এনে ফরিদপুরের ভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: মোহাম্মদ আব্দুন নুর রানা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে