সালথায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ ইব্রাহীম শেখ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইব্রাহীম শেখ।
বুধবার (২০ জুলাই) উপজেলার পরীক্ষা ও যাচাই-বাছাই কমিটি জনাব মোহাম্মদ ইব্রাহীম শেখ কে শ্রেষ্ঠ স্কাইট শিক্ষক নির্বাচিত করেন। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামের মরহুম আব্দুর রব শেখ এর পুত্র।
মোহাম্মদ ইব্রাহীম শেখ। ১৯৯৭ সালে শিক্ষক হিসাবে যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করে কর্মজীবন শুরু করে সুনামের সাথে কর্মরত আছেন। কাজের দক্ষতা ও স্কাউটিং এ বেসিক কোর্স করা সহ শিক্ষাক্ষেত্রে রয়েছে তার নানামুখি প্রতিভা। উপজেলার জাতীয় দিবস ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপনী ব্যাচের বিশেষ ক্লাস নেওয়া সহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সক্রিয় অংশগ্রহন। এছাড়াও শিক্ষা মেলা, উন্নয়ন মেলাসহ মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
সালথা উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী বলেন, স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
প্রথমে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সালথা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার, আমার বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি।
তিনি আরো বলেন সহকর্মীদের সহযোগিতা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কারনেই সব কিছু সম্ভব হয়েছে। নির্বাচক কমিটিকে ধন্যবাদ। সামনের দিনগুলি যেন আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া চাই।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে