জামালপুরে বসত বাড়ী ভাংচুর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন-দৈনিক ভোরের বার্তা
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জানকিপুর নতুন বাশঁকান্দায় বসত বাড়ীর ভাংচুর, সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন মো আশরাফ মন্ডল (৪১)।
মঙ্গলবার ১৮ জুলাই নিজ বাড়িতে মো: আশরাফ মন্ডল সংবাদ সম্মেলনে বলেন আমি একজন সহজ সরল লোক৷ অপর দিকে আমার বাড়ীর আশে পাশে বিবাদীরা এলাকার কলহ প্রিয়,নেশা এবং খারাপ শ্রেণির লোক। বিভিন্ন সময় বাড়ির আশেপাশে আসিয়া নেশা করে। আমি বিষয় টা জানার নিষেধ করি।
এই নিয়া বিবাদীগন আমার পরিবারের ক্ষতি করার জন্য সুযোগ খুজিতে থাকে। বিবাদীরা আমার সীমানায় দা,লাঠি নিয়ে আসিয়া আমাদের উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালাগালি করিতে থাকে। আমি নিষেধ করিলে বিবাদীরা আমাদের মারার আক্রমণ করে।
তখন আসামীরা আমাদের হুমকি দেয় আমাদের খুন করে গুম করিয়া ফেলবে। আমাদের মিথ্যা মামলা দিয়ে জেল হাজত বাস করাইবে। রাস্তা ঘাট হাট বাজারে পাইলে জীবনের তরে শেষ করিবে।আমার ঘরে আমার স্ত্রী ও তিন সন্তান রহিয়াছে।
তাহারা যেকোনো সময় যেকোনো ধরনের অঘটন ঘটাইয়া বড় ধরনের ক্ষতি করতে পারে। আমরা আসামীদের ভয়ে বর্তমানে আতংকে অবস্থান করিতেছি। তাই আপনাদের মাধ্যমে আইনগত ব্যবস্থা সহযোগিতা চাই।
স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.