সুইডেনে পবিত্র আল-কুরআন পোড়ানো ও অবমাননা করায় আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উলামায়ে কেরামগণ,মাশায়েখ তৌহিদি জনতা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র আল–কুরআন পোড়ানো ও অবমাননা করায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
গতকাল (১৫ জুলাই) শনিবার সকাল ১০.৩০ টায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সুইডেনে স্বাধীন মত প্রকাশের নামে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন, প্রকাশ্যে আগুনে পোড়ানো ও অবমাননা করায় সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে,বিক্ষোভ মিছিল পালন করেছে আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ।
উক্ত প্রতিবাদ সভায়,সভাপতিত্ব করেন ক্বওমী উলামা পরিষদ সভাপতি মুফতি সিরাজুল ইসলাম,সঞ্চালনায় প্রধান উপদেষ্টা ক্বওমী উলামা পরিষদ মাওলানা তামিম আহমেদ। আরো বক্তব্য দেন, সহ সভাপতি ক্বওমী উলামা পরিষদ আমিনুল্লাহ,কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন আল ফরিদী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ক্বওমী উলামা পরিষদ গোপালপুর শাখা আমিরুল ইসলাম সহ আরো অনেকে।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.