সালথায় রক্তদান ফাউন্ডেশন-৭ মাসেই এক হাজার রোগীকে রক্তদান
সালথায় রক্তদান ফাউন্ডেশন, কর্মসুচি সাতমাস পেরিয় আট মাসে পা দিয়েছে, ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছেন নির্দ্বিধায়।
প্রতিষ্ঠার প্রথম সাত (৭) মাসেই এক হাজার রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে মানবসেবার রক্তদান ফাউন্ডেশনটি, ফরিদপুর।
“ ওদের ভাসা মানবতার টানে সদা প্রস্তুত আমরা রক্তদানে” ও “চলবে আমাদের উৎসাহ একসাথে জয় করবো মানবতাকে” এই স্লোগান দুটিকে ধারণ করে ৩০ নভেম্বর ২০২২ সালে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠার সাত মাসেই প্রায় এক হাজারের অধিক মানুষকে রক্ত দিয়ে সহায়তা করেছে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর। বর্তমানে রক্তদাতার সংখ্যা এক হাজারের বেশি।
প্রতিষ্ঠালগ্ন থেকে শত শত মানুষের রক্তদান সহ বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর” ফরিদপুরের নয়টি উপজেলায় তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
বর্তমানে নয়টি উপজেলার এক ঝাঁক কর্মঠ স্বেচ্ছাসেবী দ্বারা সংগঠনটি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ ব্যাগ রক্তের ব্যবস্থা হয়।
এই সংগঠনের মাধ্যমে। সংগঠনটি প্রথমে যাত্রা শুরু করে ফরিদপুর টেপাখোলায় অবস্থিত বৃদ্ধাশ্রম ও এতিমখানায় একটি প্রোগ্রামের মধ্য দিয়ে।
সালথা, নগরকান্দা ও বোয়ালমারী এই তিন উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন করেছে। গত ঈদুল ফিতরের আগে জনপ্রতি প্রায় ৫০০ টাকা করে একশোর অধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এই সংগঠনটি।
ঈদের পরে সংগঠনটির পক্ষ থেকে কুয়াকাটায় আনন্দ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ফরিদপুর হাউসিং স্টেটে সংগঠনটির নিজস্ব অফিস রয়েছে। কিছুদিন আগে নিজস্ব ৪০ জন স্বেচ্ছাসেবীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার পরে ফরিদপুর ধুলদি ফান প্যারাডাইস পার্কে ঈদ পরবর্তী পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। এভাবেই বিভিন্ন সামাজিক কাজে সংগঠনটি অবদান রেখে যাচ্ছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ আওলাদ হোসেন মিয়া বলেন, ফরিদপুর জেলার প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত নারী-পুরুষকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবক শ্রেণিদেরকে আমরা উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন সময় নানা ধরনের মানবিক ও সামাজিক প্রোগ্রামের আয়োজন করে থাকি।
এডমিন মোঃ মিরাজ হুসাইন বলেন, আমরা সব সময় মানুষের কাছে পজিটিভ মেসেজ পৌঁছাতে চাই। আমরা দল-মত, ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষের পাশে দাঁড়াতে চাই। এ সময় আরো উপস্থিত ছিলেন মজিবুর রহমান সিনিয়র সহসভাপতি সালথা মডেল প্রসক্লাব,সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব সালথা উপজেলা শাখা ফরিদপুর
মজিবুর রহমান-সালথা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে