ভাঙ্গা নিখোঁজ হওয়া শিশু দিহানের লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের একদিন পরে পুকুর থেকে দিহান খাঁন (৮) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত দিহান খাঁন উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের তানজির হায়াত খাঁনের ছেলে। সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নানা মোসলেম উদ্দিন বাড়ির পাশে বসে মোবাইল দেখতেছিল সে। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিয়ানের বাড়ী ও তার নানা বাড়ি একই গ্রামে। দিহান একজন বাকপ্রতিবন্ধী শিশু। সে গত মঙ্গলবার বিকেলে তার নানা বাড়ির পাশে মোবাইল ফোন নিয়ে একাই খেলতেছিল। সন্ধা নেমে আসার পরেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজনের দুঃচিন্তাগ্রস্থ হয়ে পরে। পরিবারের লোকজন রাতভর দিয়ানকে খুঁজতে থাকে।
কোথাও তাকে না পাওয়ায় বুধবার সকালে ভাঙ্গা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করে বাড়ি ফিরতেই নানা বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। উদ্ধারের পরে স্থানীয়রা লাশটি দেখে দিহানের লাশ বলে সনাক্ত করেন।
উক্ত বিষয়ে নিহতের বাবা তানজির হায়াত খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তার বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) তাহসিন সাংবাদিকদের জানান, দিয়ানের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেল, নাকি অন্য কোন রহস্য রয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. সাখাওয়াত হোসেন,-ভাঙ্গা (ফরিদপুর)
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.