সালথায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ নিয়ে সেমিনার-দৈনিক ভোরের বার্তা


ফরিদপুরের সালথায় স্থানীয়ভাবে উদ্ভবাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পগবেষণা পরিষদ এবং সালথা উপজেলা প্রশাসন এর বাস্তবায়নে সোমবার (১৯ জুন) বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার ও পরিষদ চত্বরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোঃ আহসান হাবিব, সিনিয়র সাইন্টিফিক অফিসার পরমা আরেফিন।
ও উপ-পরিচালক (অর্থ ও বাজেট) মোঃ ইরফান মাহবুব, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) প্রমূখ। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা স্মার্ট বাংলাদেশ নির্মানে তরুন প্রজন্মকে বিজ্ঞান ভিত্তিক গবেষণা বাড়ানোর কথা বলেন, পাশাপাশি সাধারণ শিক্ষার ছাড়াও কারিগরি শিক্ষায় মনোযোগ দেওয়ার কথা বলেন। প্রদর্শনীতে ছোট-বড় ৮টি স্টল অংশ নেয়। প্রতিটি স্টলে স্থাণীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগে উদ্ভাবিত বিভিন্ন প্রদর্শনী পদর্শিত হয়
আরো দেখুন-https://www.youtube.com/@mbarta4327
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.