শ্রীনগরে মোটরসাইকেল ও অটোরিক্সা সংঘর্ষে আহত- ২-রিপোর্ট শ্রীনগর প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে হরপাড়ায় চলতি মোটর সাইকেলের সাথে অটোরিক্সার সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার ৮ এপ্রিল বিকেল ৩টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস এর সংলগ্নে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,ঝিনাইদহ হ -১৩-১৯৬৯ একটি দ্রুতগতির মোটরসাইকেল চলতি অটো রিক্সার সাথে এসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও অটো রিক্সার দুজনই ক্ষতির সম্মুখীন হয়ে দুজন আহত হয় ।
আহতরা হলেন ১,জনি (৩৫) অটোচালক চাসেরী,টঙ্গী বাড়ি,মুন্সিগঞ্জ ২,তরিকুল ইসলাম (৩০) মোটরসাইকেল চালক, পশ্চিম দেউলভোগ,শ্রীনগর মুন্সীগঞ্জ।ঘটনাস্থল থেকে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ওয়ার হাউজ ইনচার্জ মাহফুজ রিবেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
শ্রীনগর, মুন্সীগঞ্জ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.