সালথায় অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে ছাই-পায়নি কোন অনুদান
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত (২৫ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ১১.৩০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় মোহন লালের ২টি টিনের ঘর .একটি টিনের গোয়ালঘর পুড়ে যায়। দেড় লক্ষ টাকা দামের ১টি গরুর জ্বলসে যায়। গরুটির অবস্থা খারাব হওয়ায় নাম মাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
এতে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ্য পরিবারটি জানান আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এখানে আসে নাই, আমাদের কোন খোজ খবর নেননি।
এ ব্যাপারে তথ্য জানার জন্যে উক্ত উইনিয়নের চেয়াম্যান খায়রুজ্জামান বাবু মোল্লাকে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি জানান আমি তাদেরকে আমার সাথে দেখা করতে খবর পাঠিয়েছি ।
স্থানীয় উইপি সদস্য হাছান মেম্বার জানান আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। আমি মোহন লালকে নিয়ে উইএনও স্যারের কাছে গিয়ে তথ্যটি জানিয়েছি এবং পিআইও অফিসে কাগজ পত্র জমা দিয়েছি ।
সালথা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. দেলোয়ার হোসেন বলেন, গোপালিয়া গ্রামে আগুণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে