সংগঠক জসিম মোল্লা ক্রীড়া সামগ্রী বিতরণ-রিপোর্ট তারিকুল
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সংগঠক, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালনকারী, করোনাকালীন মানবতার অকৃত্রিম বন্ধু মোঃ জসিম মোল্লা।
যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখতে প্রতিবছরই বিভিন্ন খেলার মাঠে ক্রিড়া সামগ্রী প্রদান করে “খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান পরিপূর্ণ বাস্তবায়ন করতে রুসদী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, পাড়াগাঁও, বাগবাড়ী, সমষপুর, দক্ষিণ পাইকসা খেলার মাঠে ক্রিড়া সামগ্রী বিতরণের পরে সাতরং রক্ত দান যুব সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা
হিসেবে ষোলঘর, সমষাবাদ এলাকার যুব সমাজের ক্রিড়া উন্নয়ন করতে ফুটবল, ভলিবল নেটসহ, হ্যান্ডবল ও রেকেট ব্যাট প্রদান করেন। ক্রিড়া সামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন জাতীয় চলচিত্র কণ্ঠশিল্পী জাকির হোসেন আখের, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার তারিক হোসেন, সাতরং রক্ত দান যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ শাহ আলমG
ও সাধারণ সম্পাদক মোঃ সাগর হোসেন, সহ- সভাপতি প্রদীপ, যুগ্ম সম্পাদক রবিন রাজ, অর্থ সম্পাদক মোঃ জাহিদ হাসান জনি, সহ- সাধারণ সম্পাদক গোপার চন্দ্র দাশ, বাপ্পি চক্রবর্তী, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার দাস, সহ অর্থ সম্পাদক শ্যামল রাজবংশী, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক রিমন হোসেন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সাহাবুদ্দিন, সাহিত্য সম্পাদক হাবু হাওলাদার প্রমূখ।
শ্রীনগর, মুন্সীগঞ্জ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে