শ্রীবরদীতে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নাসরিন বেগম-দৈনিক ভোরের বার্তা


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে শেরপুর ৩ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী।
শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক মিসেস নাসরিন বেগম ফাতেমা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন।
২৭ শে মে শনিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের আইডিয়াল পিপারেটরি হাই স্কুল মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাসরিন বেগম ফাতেমা বলেন, ১৯৯২ সালে তিনি বিপুল ভোটে শেরপুর মহিলা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের মিলনায়তন সম্পাদক পদে নির্বাচিত হয় ।
১৯৯৬ সাল থেকে শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয় তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিয়োজিত থেকে আত্ম মানবতার সেবায় দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন তিনি।
বিভিন্ন দুর্যোগ মুহূর্ত বিশেষ করে করুণা মহামারীতে নিজের অর্থে কেনা বিভিন্ন সামগ্রী মানুষের মাঝে বিতরণ করা হয়। প্রতিবছর ঈদ ও দুর্গাপূজায় দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে ঈদ উপহার প্রদান। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রধান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রধান অব্যাহত রেখেছেন তিনি।
তিনি আরো বলেন শেরপুর ৩ আসনে নৌকার মনোনয়ন পেলে তিনি জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে শ্রীবরদী আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা , শেরপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কোহিনুর বেগম বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন।
ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আলী, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ জেলা উপজেলা পর্যায়ের ইলেকট্রিক অফিস মিডিয়ার সংবাদকমীরা উপস্থিত ছিলেন।
পরে নাসরিন বেগম ফাতেমা শ্রীবরদী পৌর শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে গন সংযোগ করেন।
এসডি রুবেল
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.