শ্রীনগরে ফেনসিডিল ও নগদ অর্থসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মুন্সীগঞ্জ শ্রীনগরে ভাগ্যকূল র্যাবের ১০সিপিসির–২ এর পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে নগদ অর্থসহ গ্রেফতার হয়েছে
৫মে বৃহঃবার রাত আনুমানিক ৯ থেকে ১১টার সময় র্যাব-১০ সিপিসি -২ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রাড়িখাল ও শ্রীনগর সদরে একেই দিনে পৃথক অভিযানে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
র্যাবের তথ্যসূত্রে শ্রীনগর ঝুমুর সিনেমা শেখ মার্কেটের শিরিন মেডিকেল হলের সামনে থেকে ৪০বতল ফেনসিডিল ও ৩০৫৫০/ নগদ অর্থসহ আসামী শেখ ওয়াহিদ(৪১) পিতা,মৃত হাজী আমানুল্লাহ সাং বেজগাও,অন্য এক আসামী রাড়িখাল তিনদোকান ভাগ্যকূল মিস্টিমূখ দোকানের সামনে থেকে ২৪বতল ফেনসিডিলসহ থানা সূত্রে একাধিক মামলার আসামী মেহেদী হাসান (৩২)পিতাঃ ওয়াহিদ ঢালী সাং উত্তর রাড়িখাল(ঢালী বাড়ি) উভয়দ্বয়কে গ্রেফতার করা হয়।
এব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার হয়েছে।আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীনগর প্রতিনিধিঃ –
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.