ভাঙ্গায় গাছের সাথে এ কেমন শত্রুতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক কৃষকের কলাবাগের কলাগাছ এবং মেহগনি বাগানের প্রায় দুইশত গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় আলগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট খারদিয়া গ্রামের হাজী আব্দুল জলিল মাতুব্বর জানান, প্রায় এক বিঘা জমিতে আমি প্রায় দুইশত কলাগাছ এবং দুইশত মেহগনি গাছের চারা রোপন করি। গ্রাম্য দলাদলির কারনণে।
আমার কলা বাগান এবং মেহগনি বাগানের প্রায় দুইশতটি গাছ প্রতিপক্ষ বাবলু মাতুব্বরের নেত্বত্বে, রাসেল মাতুব্বর, ফয়সাল মাতুব্বর, আবেদ আলী শিকদার, আছাদুল শিকদার, ফুরাদ মিয়া, মুরাদ এবং ফরিদ মোল্লাসহ দশ পনেরো জনের একটি সঙ্গবদ্ধ দলমিল আমার প্রায় দুইশত গাছ কেটে পালিয়ে যায়। এতে তিনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করার কথা ও তিনি জানান।
হাজী আব্দুল জলিল মাতুব্বর আরো জানান, এ ব্যাপারে আমার ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন, সিরাজ মাতুব্বর এবং আওলাদ মাতুব্বর বিষয়টি জানতে চাইলে তাদেরকে প্রতিপক্ষরা দেশীয় অস্র দিয়ে কুপিয়ে আহত করলে পরে তাদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট গ্রামের মাওলানা জাহাঙ্গীর মোল্লা জানান, কলাগাছ এবং মেহগনি গাছ কাটার ঘটনা সত্য। শত্রুতা করে গ্রামের একটি কুচক্রী মহল এ ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ বাবলু মাতুব্বের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
উক্ত বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি >
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে