ভাঙ্গায় শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ–২০১১ এর একযুগ পূর্তি উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪এপ্রিল) উপজেলার শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজে দিনব্যাপি এ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ-২০১১ এর মেধাবী শিক্ষার্থী মো. হাসিবুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফিরুজুর রহমান (নিরু খলিফা), অত্র হাইস্কুলের সিনিয়র শিক্ষক প্রফুল্ল কুমার, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক ওবায়দুর রহমান, সাংবাদিক মো. সানোয়ার হোসেন, গঙ্গাধরদী মাতুব্বর বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. হাসান মুস্তাকিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উক্ত হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ-২০১১ এর শিক্ষার্থী মো. হাসিবুল হাসান, মো. রাফিউর রহমান, মো. ফয়সাল, মো. সোহাগ খলিফা, মো. হেমায়েত, মো. রিজওয়ান সোহাগ, মো. শাওন, মো. নাজমুল, মো. সেলিম, মো. দেলোয়ার হোসেন, পারভিন, শিবু বন্দ্র মালো সহ অন্যান্য শিক্ষার্থীরা।
প্রক্তন শিক্ষার্থী মো. হাসিবুল হাসান বলেন, স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এ আয়োজনে। উল্লেখ্য, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ-২০১১এর ১যুগ পূর্তি উপলক্ষে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা এ আয়োজন করে।
মো. সাখাওয়াত হোসেন,
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.