আলফাডাঙ্গায় বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল-রিপোর্ট আলফাডাঙ্গা প্রতিনিধি


ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি ও পৌর শাখার অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৫.৩০ মিনিটের সময় পৌরসভাধীন হাসপাতাল রোড বিএনপি অস্থায়ী কার্যালয়ের ছাদে উপর প্যান্ডল করে পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বিভিন্ন বক্তব্যে বক্তারা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্য মূলের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদ।
ও সরকারি প্রতিটি সেক্টরে হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচারের কারনে ডলার সংকটে জিনিস পত্র আমদানি করা যাচ্ছে না উক্ত আলোচনা সভায় তুলে ধরেন। পবিত্র রমজান মাসে নেতা কর্মী ও সাধারণ জনগন নিয়ে আমরা ইফতার মাহফিল করবো তাতেও এ সরকার তার পুলিশ বাহিনী দিয়ে বাধাগ্রস্ত করে।দেশে গনতন্ত্র ও বাকস্বাধীনতা নেই।এ সরকারের বিরুদ্ধে সকলের ঐক্য বদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ, সঞ্চালনায় পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মো.রবিউল হক রিপন।
বিশেষ অতিথি বক্তব্য দেন, মধুখালি ইউপি চেয়ারম্যান ও পৌর বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাবেক সাধারণ সম্পাদক বিএনপি মিয়া মো. আকরামুজ্জামান, বোয়ালমারী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শামসুদ্দিন আহমেদ ঝুনু,
পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক খোশবুর রহমান খোকন,সাবেক বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ শিকদার,সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দাউদ।আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-উপজেলা বিএনপি ও পৌর শাখার অঙ্গ সংগঠন
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.