কবিতা-পুড়ছি মোরা
কবিতা–পুড়ছি মোরা
ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
পুড়ছে মার্কেট আগুন লেগে
পুড়ছে চরিত্র শিক্ষক–ছাত্রীর,
পুড়ছি মোরা লোডশেডিংএ
হাসফাস করে সারা রাত্তির।
লাগছে আগুন কারো মনে
লাগছে আগুন কারো ঘরে,
শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ছে এবার
চ্যাটিং দেখে মেসেঞ্জারে।
শিক্ষক হওয়া এতো সহজ নয়
দু’লাইন জেনেই আসো পেশায়,
দু’দিন পরেই জড়িয়ে পড়ো
ছাত্রীর সঙ্গে প্রেমের নেশায়।
তোদের জন্য পথে ঘাটে
করতে হচ্ছে অনেক হজম,
তোদের মতো কুলাঙ্গাররা
এই পেশাকে করছে খতম।
পুড়ছে কারো খড়ের গাদা
পোড়াচ্ছে কেউ বেগুন তাতে,
পরের খেয়ে থাকবে সুখে
যদিও হয় ভর্তাভাতে।
লাগছে আগুন বাজারমূল্যে
জানিনা মোরা কাদের লোভে,
বাজার করতে গিয়ে এখন
পুড়ছি মোরা মনের ক্ষোভে।
সেবা পেতে পুড়ছে কেহ
অদ্ভুত সব নিয়ম শুনে,
ক্ষোভের চোটে মারতে চাচ্ছে
দশটি লাথি মনে মনে।
প্রকৃতিকে ধংস করছি
ভুগছি তারই অভিশাপে,
ক্ষোভের তাপ জড় হয়ে
পোড়াচ্ছে এখন খরতাপে।
দাবানলে পুড়ছি মোরা
ধ্বংস করে মোদের ছাতা,
বাইরে থেকে এসে দেখি
ভনভন করে ঘুরছে মাথা।
এত পোড়ায় পুড়ে মোদের
মেজাজ এখন খুব খিটখিটে,
চিকিৎসার জন্য সব হাসপাতালকে
পরিণত করো বার্ন ইউনিটে।
লেখকঃ–ইসমাইল হোসেন ফরিদ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে