দ্রুত খতিয়ে দেখতে হবে, ঈদের আগে কেন একের পর এক মার্কেটে আগুন: ফায়ার সার্ভিস ডিজি


সামনে পবিত্র ঈদুল ফিতরের আগে রাজধানীতে একের পর এক মার্কেটে অগ্নিকাণ্ডগুলো একই সূত্রে গাঁথা নাশকতার ঘটনা কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
আজ শনিবার ভোরে ঢাকার অন্যতম ব্যস্ততম মার্কেট নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পর সকাল ১০টা ২০ মিনিটে নিউ মার্কেটের ৪ নম্বর গেটের সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘ঈদের ঠিক আগে একের পর এক রাজধানীর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। অধিকাংশ আগুন ভোরে ঘটছে। ব্যবসায়ীরা অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
এসব অগ্নিকাণ্ড একই সূত্রে গাঁথা নাশকতা কিনা জানতে চাইলে মাইন উদ্দিন বলেন, ‘আমি আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব এই বিষয়টি খতিয়ে দেখার জন্য- কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে এক স্বেচ্ছাসেবকসহ ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য আহত হয়েছেন জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আমাদের মনোযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে ফায়ারফাইটাররা আহত হয়েছেন।
তিনি আরো বলেন, ‘কিন্তু উৎসুক জনতা ভীড় করার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণকাজকে ব্যাহত করছেন। আমি আহ্বান জানাব, শুধু এখানকার আগুন নয়, যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভীড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন, তবে আমাদের কাজ আরও সহজ হবে।’
এর আগে গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারের জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত পাঁচ হাজার দোকান পুড়েছে এবং ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির নেতাদের দাবি।
এর ১০ দিনের মাথায় নবাবপুর মার্কেটের একটি গুদামে আগুন লাগে।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.