ভোলায় বিষপানে যুবকের আত্মহত্যা অভিযোগের তীর চেয়ারম্যান দিকে


ভোলায় বিষপান করে যুবক আত্মহত্যা করেছে। জানাগেছে জনপ্রতিনিধির অপমান সইতে না পেরে নিজাম (৪৫) নামের এক যুবক আত্মাহত্যা করেছে।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮ টায় সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কারিমীয়া কেরাতুল কোরআন হাফিজয়া মাদ্রাসার সংলগ্ন ( ঘরপোড়া) নামক স্থানের পাশে মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নিজাম ওই গ্রামের মশু মোল্লার ছেলে। তিনি পেশায় অটো রিকশা চালক ছিলেন।
ভোলা সদর হাসপাতালের কর্মরর্ত পুলিশ (নায়ক) মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নিজামের ছোট ভাই নিরব ও বোন জামাই জিয়াউদ্দিন ঢাকা প্রকাশকে বলেন , নিজাম ও তাঁর স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তাঁর স্ত্রী ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনের এর ইউনিয়ন পরিষদ ( গ্রাম আদালত) স্বামীর বিষয়ে অভিযোগ দায়ের করেন ।
পরে গতকালকে সকালে চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী লিটনের মাধ্যমে নিহত নিজাম কে কালাম মেম্বারের ব্রিজ এলাকায় চেয়ারম্যানের ব্যাক্তিগত কার্যালয়ে নিজাম ও তার শ্ত্রী ডেকে নেন। পরে চেয়ারম্যান তাকে জিজ্ঞেসাবাদ করলে সে কথা অমান্য করে কথা বলায় উপস্থিত চৌকিদার কে তাকে হাতপা বাঁধতে আদেশ দিলে চৌকিদার তাকে না বেঁধে চেয়ারম্যানের আরাফাত হোসেন নামের এক কর্মী নিহত নিজামের হাতে রশি দিয়ে বাঁধেন।
তাঁরা আরও জানান, বাঁধার কিছুক্ষণ পর চেয়ারম্যান ছেড়ে দেওয়ার আদেশ দেন। তারই সাথে আরো আদেশ দিয়ে বলেন প্রতিদিন তাঁর স্ত্রীকে ৫০০ টাকা করে সাংসারিক খরচ দিতে হবে। পরে সে চেয়ারম্যানের কথা অনুযায়ী তাঁর স্ত্রীকে ৫০০ টাকা দিয়ে সন্ধ্যায় বাড়িতে এসে তাঁর মাকে বলেন। চেয়ারম্যান আমাকে সবার সামনে বাঁধছে। আমার মান সম্মান সব শেষ। তাঁরই কিছুক্ষণ পর নিহত মিরাজ বিষপান করেন।
পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। এ বিষয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন ঢাকা জানান, নিজাম ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক কোলাহল চলছিল। পরে তাকে ডেকে এনে মিমাংসা করে দেওয়া হয়েছে। কিন্তু তাকে অপমান বা তার হাত বাঁধার মতো কোন ঘটনা ঘটেনি।
আমার বিরুদ্ধে স্থানীয় একটি মহল লেগে আছে। তাঁরা এসব মিথ্যা রটাচ্ছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অসত্য কথা রটাচ্ছে আমি এসব ভিত্তিহীন অপপ্রচারের নিন্দা জানাচ্ছি বলে জানান আনোয়ার হোসেন ছোটন।
আত্মহত্যার বিষয়য়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির ঢাকা প্রকাশকে জানান, বিষপান করে নিজামের মৃত্যু বিষয়টি জানতে পেরেছি। তিনি জুয়া খেলাতেন তাই তার স্ত্রী সাথে পারিবারিক ক্রোন্দল চলছিল। তাই হয়তো সে বিষপান করেছে। এবিষয়ে নিহত নিজামের ভাই নিরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পোস্টমর্টেম রিপোর্টের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ভোলা প্রতিনিধি।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.