চিত্রনায়িকা মাহিয়া মাহির ফারিশতায় বাহারি ইফতারির পসরা
চিত্রনায়িকা মাহিয়া মাহি এবারও তার ফারিশতা রেস্টুরেন্টে নানান পদের বাহারি খাবার নিয়ে সাজিয়েছেন ইফতারির পসরা। প্রথম রোজায় রেস্টুরেন্টে নিজে উপস্থিত থেকে ক্রেতাদের আকৃষ্ট করেছেন, সার্বিক কার্যক্রম তদারকি করেছেন।
শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিন বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকায় ফারিশতায় দেখা যায় তাকে।
মাহিয়া মাহি এসময় ফেসবুকে লাইভ করে ফারিশতার ইফতার আয়োজন তুলে ধরেন। তার স্বামী রকিব সরকার ছিলেন তার সঙ্গে।
ফারিশতার ব্যবস্থাপক তানিম আহমেদ জানান, সারাদিন রোজা রেখে ইফতারি তৈরি করে আমরা (স্টাফরা) ক্লান্ত ছিলাম। সবাই ব্যস্ত সময় পার করছিল। হঠাৎ ম্যাডাম (মাহিয়া মাহি) এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন। সবার সঙ্গে কথা বলে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিলেন। সবার শরীরে ক্লান্তি থাকলেও ম্যাডামের উপস্থিতি অনুপ্রাণিত করেছে।
তিনি আরও জানান, খাবারের মান ঠিক রেখে স্বল্প দাম নির্ধারণ করে ত্রিশের বেশি সামগ্রী নিয়ে সাজানো হয়েছে ফারিশতার ইফতারি। ফারিশতার ইফতারি বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে