খুলনা ইউনিভার্সিটি ইকোনমিকস সোসাইটি (কুয়েস) আয়োজিত ইনডোর গেমস্-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ৩৩২০নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. নাসিফ আহসান। তিনি বলেন, সময়ের সাথে সাথে কুয়েস আরো পরিণত হচ্ছে। তারই প্রেক্ষিতে আজকে এই সুন্দর আয়োজন। যা একটি মাইল ফলক। অপসংস্কৃতি রুখে দেওয়ার জন্য এটি খুবই সময়োপযোগী ইভেন্ট। সামনে আরো সুন্দর সুন্দর আয়োজন হবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টর বিজয়ী এবং রানার্স-আপকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনে প্রতিনিধিত্ব করায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান। এসময় অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক শাহনেওয়াজ নাজিমুদ্দিন, প্রভাষক মো: মেহেদী হাসান, প্রভাষক সাবরিনা আক্তার এবং প্রভাষক মো: তরিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি চার দিন ব্যাপী ইনডোর গেমসের আয়োজন করে কুয়েস। এতে দাবা, লুডু, ক্যারাম, টেবিল টেনিসসহ মোট পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খুবি প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে