পুনুরায় জোরাল ভূমিকম্প আর্জেন্টিনায় মাত্রা ৬.৫নিউজ ডেক্স
পুনুরায় ভূমিকম্প আর্জেন্টিনায়। জোরাল কম্পন অনুভূত হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, বুধবার আর্জেন্টিনায় কম্পনের মাত্রা ছিল ৬.৫।
স্যান অ্যান্টোনিও দে লস কব্রেস শহরের ৮৪ কিমি উত্তরে কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।উল্লেখ্য, গত মাসেও শক্তিশালী ভূমিকম্প হয়েছিল আর্জেন্টিনায়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। গত মাসে তুরস্ক, সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বজুড়ে একাধিক দেশে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার তীব্র কম্পনে পাকিস্তানে ১১ জন প্রাণ হারিয়েছেন। মৃদু কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতেও।
নিউজডেক্স
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে