ফরিদপুরে ১১ ইউপি নির্বাচনে ফলাফল ঘোষণা-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১৬ মার্চ সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ চলে।
ফরিদপুর নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ বেসরকারি ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন তাদের ভোটের ব্যবধান প্রকাশিত হল। ১। কৈজুরী ইউনিয়নে বিজয়ী প্ৰাৰ্থীঃ ফকির মোঃ সিদ্দিকুর রহমান, দলীয় পরিচিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, সর্বোমোট প্রাপ্ত ভোটঃ ৬৪৩৩। নিকটতম প্রতিদ্বন্দ্বীঃ নাজিম উদ্দিন শেখ, দলীয় পরিচিতি, স্বতন্ত্র, প্রতীক আনারস মার্কা, প্রাপ্ত ভোটঃ ৬১৬৮।
২। গেরদা ইউনিয়নে বিজয়ী প্রার্থী বিজয়ী প্রার্থী, শাহ মো: এমার হক, দলীয় পরিচিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, প্রাপ্ত ভোট ৫০৫১। নিকটতম প্রতিদ্বন্দ্বী, সৈয়দ মাকসুদ আলী, দলীয় পরিচিত, স্বতন্ত্র, প্রতীক ঘোড়া মার্কা, প্রাপ্ত ভোট ৪০৭০।
৩।আলিয়াবাদ ইউনিয়নে বিজয়ী প্রার্থী, ওমর ফারুক (ডাবলু), দলীয় পরিচিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, প্রাপ্ত ভোট ৪৫৮৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী, নুর উদ্দিন মন্ডল, দলীয় পরিচিতি স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল মার্কা, প্রাপ্ত ভোট ৩৩৮৪।
৪।কানাইপুর ইউনিয়নে বিজয়ী প্রার্থী, আলতাফ হোসাইন, দলীয় পরিচিতি, স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল মার্কা, প্রাপ্ত ভোট ১০৩২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির মো: বেলায়েত হোসেন, দলীয় পরিচিতি, আঃলীগ, প্রতীক অটোরিকশা মার্কা, প্রাপ্ত ভোট ৯৫৪৪।
৫। মাচ্চর ইউনিয়নে বিজয়ী জাহিদ মুন্সী, দলীয় পরিচিতি, স্বতন্ত্র, প্রতীক আনারস মার্কা, প্রাপ্ত ভোট ৭৪৯৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজন মোল্লা, দলীয় পরিচিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, প্রাপ্ত ভোট ৪৬৫।
৬। ডিগ্রীরচর ইউনিয়নে বিজয়ী মেহেদী হাসান মিন্টু, দলীয় পরিস্থিতি, স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল মার্কা, প্রাপ্ত ভোট ৩৯৫২। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলমগীর, দলীয় পরিচিতি, স্বতন্ত্র, প্রতীক চশমা মার্কা, প্রাপ্ত ভোট ৩৫৭৭।
৭।নর্থ চ্যানেল ইউনিয়নে বিজয়ী মোফাজ্জল হোসেন, দলীয় পরিস্থিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, প্রাপ্ত ভোট ৫৭৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুস্তাফুজ্জামান, দলীয় পরিচিতি, স্বতন্ত্র, প্রতীক আনারস মার্কা, প্রাপ্ত ভোট ৪৪৭২।
৮। চর মাধবদিয়া ইউনিয়নে বিজয়ী মোহাম্মদ তুহিনুর রহমান, দলীয় পরিস্থিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, প্রাপ্ত ভোট ৫০৮৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা সাইফুল ইসলাম, দলীয় পরিচিতি, স্বতন্ত্র, প্রতীক টেবিলফ্যান মার্কা, প্রাপ্ত ভোট ৪২৯০।
৯। কৃষ্ণনগর ইউনিয়নে বিজয়ী এম বাদশা মিয়া, দলীয় পরিস্থিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, প্রাপ্ত ভোট ৬৫২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আসাদুজ্জামান, দলীয় পরিচিতি, স্বতন্ত্র, প্রতীক টেলিফোন মার্কা, প্রাপ্ত ভোট ২৮৬৬।
১০। ঈশান গোপালপুর ইউনিয়নে বিজয়ী সহীদুল ইসলাম মজনু, দলীয় পরিস্থিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, প্রাপ্ত ভোট ৫৬১৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবহান মোল্লা, দলীয় পরিচিতি, স্বতন্ত্র, প্রতীক আনারস মার্কা, প্রাপ্ত ভোট ২৫১৪।
১১। অম্বিকাপুর ইউনিয়নে বিজয়ী নুরুল আলম, দলীয় পরিস্থিতি, স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল মার্কা, প্রাপ্ত ভোট ৬৫৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ চৌধুরী, দলীয় পরিচিতি, আঃলীগ, প্রতীক নৌকা মার্কা, প্রাপ্ত ভোট ৫৩০৫।
সেক লাবলু: ফরিদপুর সদর প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.