রাণীনগরে মোল্লা ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন-দৈনিক ভোরের বার্তা
নওগাঁর রাণীনগরে দুই দিনব্যাপি মোল্লা ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের আফতাব নগর মোল্লাবাড়ি প্রাঙ্গনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ঢাকা পিজি হাসপাতালের সাবেক অধ্যাপক ডা: মতিউর রহমান মোল্লার সার্বিক সহযোগীতায় মোল্লা পরিবার ফ্রি এ ক্যাম্পের আয়োজন করেন।
ডা: মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকিসহ বিভিন্ন চিকিৎসা অনুষদের বিশেষজ্ঞ চিকিৎসকগন।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপি ফ্রি এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৪ হাজার নারী-পুরুষ ও শিশুদের ডেন্টাল, ওরাল ক্যান্সার, ঠোট কাটা, গাইনি, সার্জারী, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ প্রায় ২০ জন চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করবেন।
আবু সাইদ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে