শিক্ষকের বিরুদ্ধে সরকারি খালের জায়গা জুড়ে দোকান ঘর নির্মাণের অভিযোগ


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সরকারি খালের জায়গা জুড়ে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত রবিবার (৫ মার্চ) একই উপজেলায় পাচুড়িয়া ইউনিয়নের ভেননা তলা নামক বাজারে অবৈধভাবে খালের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছে বলে জানা যায়।
ভেননা তলা বাজারের শিরগ্রাম উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক লিটন মোল্লা ও আরব আলী উভয় মিলে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা ও খালের মধ্য পর্যন্ত জায়গা জুড়ে ঘর নির্মাণ করছে। সরজমিনে গিয়ে জানা যায়, সহকারী শিক্ষক লিটন মোল্লা বাড়ি বানা ইউনিয়ন আড়পাড়া গ্রামে।এলাকায় স্হানীয় প্রভাব ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করে একাধিক দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে ব্যবসা করে আসছে।
আরব আলী পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিয়ন নগর গ্রামের বাসিন্দা।নাম প্রকাশের অনিচ্ছুক ব্যক্তি বলেন, কয়েক দফা পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এসে কাজ বন্ধ করেছিল। কোন ক্ষমতার বলে আবার কাজ শুরু করেছে তা জানা নেই,এখনো কাজ চলমান।আরব আলী মুঠোফোনে বলেন, আমাদের লিজ নেওয়া আছে, অফিসাররা এসেছিল তাদের সাথে কথা হয়েছে।
বন্দোবস্তর হালনাগাদ আছে কিনা প্রশ্ন করলে বলেন, পাঁচ ছয় বছর পূর্ব থেকে সরকার বন্দোবস্ত বন্ধ করে দিয়েছে। সহকারী শিক্ষক লিটন মোল্লা মুঠোফোনে বলেন,সরকারের জায়গায় দোকান নির্মাণ করছি সাংবাদিকদের কি? প্রয়োজন হলে সরকার ভেঙ্গে ফেলবে।আপনারা যা পারেন পত্রিকায় বা অন্য যে কোনো জায়গায় লিখতে থাকেন।
পানি উন্নয়ন বোর্ড বোয়ালমারী শাখার এসডি সন্তোষ কর্মকার মুঠো ফোনে(০১৭১৭৯০০১১৮) বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনার সাথে আপোষ করার কোন সুযোগ নেই।তারা যে কথা বলেছে তার কোন ভিত্তি নেই প্রমান ও নেই।ডিসি ইউএনও স্যারের সাথে কথা বলে বুলডোজার দিয়ে অভিযান চালানো হইবে।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.