ভাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সিনিয়র ও তরুণ সাংবাদিকদের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে শহরের একটি আধুনিক চাইনিজ রেস্টুরেন্টে সম্প্রতি ভাঙ্গা প্রেসক্লাব এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে বীর মুক্তিযোদ্ধার সন্তান এ. টি. এম ফরহাদ নান্নু (দৈনিক নয়া দিগন্ত ভাঙ্গা প্রতিনিধি) কে আহ্বায়ক, ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহাদাৎ হোসেনকে (সিএনএনবাংলা টিভি) যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক ও (গ্লোবাল টিভির প্রতিনিধি) মামুনুর রশিদকে সদস্য সচিব করা হয়।
ভাঙ্গা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক অনক হোসেন শাহেদী, ভাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম (নির্বাচিত সদস্য ফরিদপুর প্রেসক্লাব) এবং সমকাল সুহৃদ সমাবেশ ভাঙ্গার সভাপতি সরকারী কেএম কলেজের অধ্যাপক মিজানুর রহমানকে সাধারণ সভায় উপস্থিত ৩১ সাংবাদিক সদস্যদের মতামতের ভিত্তিতে উপদেষ্টা করা হয়।
নবাগত আহ্বায়ক কমিটি উপদেষ্টাদের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাঙ্গা প্রেসক্লাবের একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দিবে বলে উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে এ প্রস্তাব গ্রহণ করা হয়।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি >
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.