লালপুরে যুগান্তরের দুই যুগে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-দৈনিক ভোরের বার্তা


বাংলাদেশের সুনামধন্য সর্বাধিক পঠিত পত্রিকা দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ (১৬ ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে ১১ঃ০০ ঘটিকায় নাটোরের লালপুরে দৈনিক যুগান্তরের লালপুর উপজেলা প্রতিনিধি ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক শাহীন ইসলামের আয়োজনে সম্পূর্ণ ভিন্নভাবে পদ্মার চর সুলতানপুরে নাহিদ আলী মাল্টা ফার্মে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রথমে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বক্তারা তাদের বক্তব্যে যুগান্তর পত্রিকার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং পত্রিকার উত্তরাত্তর সমৃদ্ধি, শুভেচ্ছা ও শুভ কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের লালপুর উপজেলা প্রতিনিধি প্রভাষক শাহীন ইসলাম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহমহাসচিব সালাউদ্দিন ও জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা সভাপতি আব্দুর রশিদ মাস্টার।
লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক ফজলুর রহমান জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলার সাধারন সম্পাদক রবিন আলী, লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসান, শিমুল আলী, রুবেল আলী,নুহুল্লাহ কবির,মাহাবুর রহমান এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সবশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রুবেল আলী,নাটোরঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.