সালথায় আ” লীগের দূ-গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর- দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের সালথায় আওয়ামীলীগের দূ–গ্রুপের সংঘর্ষে আহত ১০জন বাড়িঘর ভাংচুর। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্যদলাদলি ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে দরগা গট্টি গ্রামের আওয়ামীলীগ নেতা আজিত মোল্লার সমর্থকদের সাথে মেম্বার গট্টি গ্রামের আওয়ামীলীগ নেতা রফিক মাতুব্বরের সমর্থকদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।
গত বুধবার (১৮ জানুয়ারি) বিকালে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ সৃষ্টি হয় চলে ঘন্টা ব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি আনে। এসময় ঘটনাস্থল থেকে রফিক মাতুব্বরসহ ৩জনকে আটক করে পুলিশ।
এই ঘটনার সূত্রেধরে গতকাল বৃহস্পতিবার বিকালে ফের উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রফিক মাতুব্বরের সমর্থক আগুলদিয়া গ্রামের খোরশেদ খানের নেতৃত্বে আজিজ মোল্যার সমর্থকের দুটি বাড়িঘর ভাংচুর চালায়।
অন্যদিকে একই ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের ইব্রাহিম মোল্লার নেতৃত্বে আজিত মোল্যার সমর্থকদের বাড়িঘর ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় ঘটনা স্থল থেকে ৬জনকে কে আটক করে পুলিশ। এসময় উভয় পক্ষের ১০জন আহত হয়। এ ব্যাপারে সালথা থানার সেকেন্ড অফিসার (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, সংঘর্ষের শেষ খবর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে