টেকনাফের হ্নীলার শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন- দৈনিক ভোরের বার্তা


বন্ধ হোক মাদকের ছড়াছড়ি, বদনাম থেকে মুক্ত হোক টেকনাফ। অপকর্ম রোধ করতে অপকর্মের ব্যবহার মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার।
এভাবে মাদক ও মাদক কারবারির বিরুদ্ধে ঘৃণা ও সচেতনতা মূলক বিভিন্ন প্রচারণা চালায় টেকনাফের হ্নীলার শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি। যেখানে শুরু থেকেই চ্যালেঞ্জ ছিলো রোহিঙ্গামুক্ত খেলা উপহার দেওয়া।
শনিবার ছিলো টুর্ণামেন্টের ২২-২৩ এর ফাইনাল খেলা। খেলায় শত শত ফুটবল প্রেমিদের নজর কাটে এমন দৃশ্য। বিকেল চারটা নাগাত শুরু হওয়া ফাইনাল খেলায় প্রথমার্ধে গোল দিয়ে টানটান উত্তেজনা বাড়িয়ে দেয় টেকনাফ পৌরসভা ফুটবল একাদশ। পরে দ্বিতীয়ার্ধে খেলার শেষ মূহুর্তে গোলের জবাব দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয় থাইংখালী ফুটবল একাডেমি।
এ সময় নিজ দলের পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে মাঠ সরগরম করে তুলে দর্শকরা। ৯০ মিনিটের শেষ মূহুর্তে রেফারি আবদুল হান্নান মিরনে বাঁশি জানান দেয় টাইব্রেকারে ঘোষণা হবে চ্যাম্পিয়ন দলের নাম।
পরে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে চ্যাম্পিয়নের খাতায় নাম লেখায় হারতে হারতে জিতে যাওয়া থাইংখালী ফুটবল একাডেমি। রিদুয়ানুল ইসলামের মন মাতানো ধারাভাষ্যে পরিচালিত ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ|
ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি ফরহাদুজ্জামান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার তুলে দেয় অতিথিরা।
কক্সবাজার প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.