পটুয়াখালীর কলাপাড়ায় চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই-রিপোর্ট পটুয়াখালী প্রতিনিধি


পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর রজপাড়া গ্রামের সিক্সলেন ও ফোরলেন মধ্যবর্তী স্থানেসড়কেরর ডিমাপাড়া খালের মধ্য থেকে বেল্লাল গাজী নামে আনুমানিক ৪০ বছর বসয়ী এক মটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।
বুধবার (১১ইজানুয়ারী)বেলা ১১ টায় স্থানীয় এক কৃষক ক্ষেতে কাজ করতে গিয়ে প্রথমে বেল্লালের লাশ দেখতে পায়। এমন ঘটনা দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেয়াহয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্য মটর সাইকেল চালকদের সহযোগীতায় তার পরিচয় শনাক্তকরে। মৃত বেল্লাল পার্শ্ববর্তী উপজলা আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর পুত্র।
ঘটনাস্থলে গিয়ে দেখাযায়,বেল্লালের লাশ গলায় একটুকরো রশি লাগানো অবস্থায় সড়কের পাশে খালের মধ্যে পড়ে রয়েছে। এছাড়াও সড়কের পাশে তার ব্যবহৃত হেলমেট একটুরো ইট ও জুতা পরে থাকতে দেখাগেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বেল্লালের ব্যাবহৃত মোটর সাইকেলটির কোন সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশের ধারনা হত্যাকারিরা বেল্লালের মোটরসাইকেলটি ছিনতাই করতেই গতরাতের কোন একসময় ওই নির্জন স্থানে নিয়ে ইট দিয়ে বেল্লালের মুখমন্ডলে আঘাতকরে হত্যাকরে। এরপর লাশটি টেনে নিয়ে খালের মধ্যে ফেলে রেখে চলে যায়।
বেল্লালের স্বজনরা জানান,বেল্লাল পেশায় একজন মটর সাইকেল চালক। এছাড়াও তিনি সিজনাল ফলের ব্যাবসাও করতেন। তিনি দুই সন্তানের জনক। তার একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী মারিয়া জানান গতদিন মাগরিবের নামাজের পর মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হন বেল্লাল। এরপর রাত দুইটার দিকে তাকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। মারিয়া এও বলেন সে দিনের বেলাঘুমাতেন আর রাতভর গাড়িচালিয়ে খুব ভোরে বাড়িতে ফিরতেন।
বেল্লালের বিষয়ে অন্য ড্রাইভার দের কাছে জানতে চাইলে ড্রাইভার মজনু বলেন,বেল্লাল দিনের বেলায় সাধারণত মোটরসাইকেল চালাতেন না। রাতে গাড়িচালানোই ছিল তার অভ্যাস। অন্যএক ড্রাইভার মোঃ নাসির একই কথা বলেন।
এবিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জসিম জানান লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.