কলাপাড়ায় সড়কে ঝড়ল মাদ্রাসা ছাত্রের প্রান-দৈনিক ভোরের বার্তা
কলাপাড়ায় সড়কে ঝড়ল মাদ্রাসা ছাত্রের প্রান গুরুতর আহত আরও একজন।
পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় আবুসাইদ সাকিব নামে ১৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে সাথে থাকা ১১বছর বয়সী আরেক মাদ্রাসা ছাত্র জুনায়েদ।
শুক্রবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সিক্স-লেন সড়কে এমন ঘটনা ঘটেছে।
মৃত আবুসাইদ উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামের বাসিন্দা টমটম চালক গিয়াসউদ্দিন হাওলাদার এর পুত্র ও আহত জুনায়েদ একই ইউনিয়নের পাচজুনিয়া গ্রামের বাসিন্দা ইলেকট্রনিকস ব্যাবসায়ী ফরিদখলিফার পুত্র।
স্বজন সূত্রে জানাযায়,নিহত আবুসাদ ও জুনায়েদ সম্পর্কে নিকট আত্মীয়। তারা দু’জনেই মাদ্রাসার ছাত্র। শুক্রবার বিকেলে বড় ভাইয়ের মটর সাইকেল ড্রাইভকরে জুনায়েদ কে সাথে নিয়ে নীলগঞ্জের খালার বাড়িতে বেড়াতে যায়।
সেখান থেকে সন্ধ্যার পরে নিজ বাড়িতে ফিরছিল। এমন সময় দূর্ঘটনা স্থলে পৌছালে গাড়ি দ্রুত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে সজোরে ধাক্কালাগে। এতে সাকিব ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে গিয়ে ছিটকে পড়ে।
দূর্ঘটনার বিকট আওয়াজে লোকজন দৌড়ে গিয়ে সাকিবকে নিথর অবস্থায় দেখতে পায়। অপর দিকে সাথে থাকা জুনায়েদ ছিটকে গিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ের সাথে ধাক্কাখেয়ে গুরুতর আহত হয়।
এ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুসাইদ কে মৃত ঘোষণা ও জুনায়েদ কে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
নয়নাভিরাম গাইন (নয়ন)
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে