আলফাডাঙ্গা নির্বাচনে সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীগণ প্রচার-প্রচারণায় ব্যস্ত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আসন্ন ২৯ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার–প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা।
দিন যতই ঘনিয়ে আসছে ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ততই বেশি যাচ্ছেন তারা।সকাল হতে গভীর রাত অবধি মাঠ চষে বেড়াচ্ছেন পৌর সভা ও ইউনিয়নের ওয়ার্ড, দোকান-পাট ও পাড়া-মহল্লায়।
উঠান বৈঠক, পথসভা গণসংযোগ, বাড়ি-বাড়ি গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা, দোয়া ও ভালবাসার আস্থা অর্জনের চেষ্টা করতে দেখা গেছে।নির্বাচন কমিশন হতে প্রাপ্ত তথ্য মতে আগামী ১ ডিসেম্বর-২০২২ (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়,৩ ডিসেম্বর( শনিবার) মনোনয়নপত্র যাচাই বাছাই,১০ ডিসেম্বর( শনিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ,২৯ ডিসেম্বর ভোট গ্রহন ।
আলফাডাঙ্গা সম্ভব্য পৌর মেয়র প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার( মেয়র),একেএম আহাদুল হাসান আহাদ (ইউ পি চেয়ারম্যান),আলী আকসাদ ঝন্টু,সৈয়দ আসরাফ আলী বাসার, জামাল হোসেন মুন্না, হাসমত হোসেন তপন,মাহাবুব মুন্সি।
১নং বুড়াইচ ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী-আব্দুল ওহাব পান্নু মিয়া (সাবেক চেয়ারম্যান) ,মো.জাহাঙ্গীর আলম( চেয়ারম্যান) ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান,আহসানউদ্দৌলা রানা, কাশেম মন্ডল কাসেদ,তোকাম্মেল হোসেন টিক্কা, মোসারেফ হোসেন মিনা।২নং গোপালপুর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী-মোনায়েম খান,হারিচুর রহমান সোহান,খান সাইফুল ইসলাম, এনামুল হাসান(চেয়ারম্যান) ।
৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী-সোহারাব হোসেন বুলবুল, মো.মনিরুজ্জামান মাসুদ মাষ্টার,আব্দুর রাজ্জাক,রফিকুল ইসলাম রফিক,আসিকুর রহমান আশিক,হিটান্ত কুমার ঘোষ।উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ বলেন,ইভিএম এ পৌর ও ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে।তবে পৌর সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং সকল ইউনিয়ন ভোট কেন্দ্র সিসি ক্যামেরা থাকবে না।
ভোট গ্রহণ সকাল ৮.৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত চলবে।আলফাডাঙ্গা পৌরসভা ভোটার পুরুষ ৬৮৮৬, মহিলা ৬৯৬৩,মোট ভোটার ১৩৮৪৯।
১নং বুড়াইচ ইউনিয়ন ভোটার সংখ্যা পুরুষ ৮৩২৫, মহিলা ৭৯৪৬,মোট ভোটার ১৬২৭১।২নং গোপালপুর ইউনিয়ন ভোটার পুরুষ ৬৯১১, মহিলা ৬৯৩৭, মোট ভোটার ১৩৮৪৮।৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন ভোটার পুরুষ ৩৫১৮, মহিলা ৩৩৮৪ মোট ভোটার ৬৯০২। ৩ ইউনিয়ন (বুড়াইচ,গোপালপুর, আলফাডাঙ্গা) মোট ভোটার পুরুষ ১৮৭৫৪, মহিলা ১৮২৬৭ সর্ব মোট ৩৭০২১।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে