মধুখালীতে বীরমুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ-দৈনিক ভোরের বার্তা
মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণী করা হয়েছে।
১ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টায় মাল্টিপারপাস্ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মো.শাহজাহান,উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, মধুখালী পৌরমেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন, মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মোহসিন আলী।
ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুৃরশিদ আলম ভুইয়া,শেখ আঃওহাব, সোনালী ব্যাংক মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখা ব্যবস্থাপক সুখেন কুমার বিশ্বাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ।
এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যাক্তিগণ।অনুষ্ঠানে উপজেলার ৪৫৮ জন বীরমুক্তিযুদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে