আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আজ ২২/১০/২০২২ ইং রোজ শনিবার ফরিদপুর সদরের সদরপুর বাবুরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত সম্পূর্ণ হয়।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।উপস্থিত ছিলেন জনাব মোঃ সাহাদাত হোসেন, নব নির্বাচিত চেয়ারম্যান, জেলা পরিষদ ফরিদপুর সদর, ফরিদপুর।
খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো জয়পাড়া বড় মাঠ ক্রীড়া সংঘ, ঢাকা বনাম সদরপুর খেলোয়াড় কল্যান সমিতি, ফরিদপুর। খেলার ৩ মিনিটের সময়ে একটি গোল দিয়ে সদরপুর এগিয়ে যান।
খেলার ১২ মিনিটের মধ্যে আবার জয়পাড়া একটি গোল দিয়ে সমতায় ফিরে আসে। খেলার ২০ মিনিটের মাথায় দু দলের দুজন খেলোয়াড় লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন।
খেলা চলে উত্তেজনা ও জাঁকজমকপূর্ণ তবে খেলার দ্বিতীয়ার্ধের মাঝে জয়পাড়া আর-ও একটি গোল দিয়ে ২-১ গোলে এগিয়ে যান সদরপুরের থেকে।
সম্পূর্ণ খেলা শেষে সদরপুর ১-২ গোলে জয় লাভ করেন জয়পাড়া বড়মাঠ ফুটবল একাদশ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ফরিদপুর সদরের সুনামধন্য রেফারি জনাব সাইফ দোহা । সহকারী রেফারি হিসেবে ছিলেন জনাব মোঃ মিনার বিশ্বাস এবং মোঃ আশরাফুল ইসলাম।
চতুর্থ রেফারি হিসেবে ছিলেন মোঃ এজাজ হোসেন। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী শফিকুর রহমান, চেয়ারম্যান, সদরপুর উপজেলা পরিষদ।
জনাব ড. এ. কে. এম. নুরুজ্জামান, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডে, (এনবিআর) শুল্ক ও ভ্যাট অনুবিভাগ। জনাব এস. এম. সিরাজুল হুদা (পিপিএম), পুলিশ সুপার, পঞ্চগড়। জনাব আহসান মাহমুদ রাসেল, উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব সুব্রত গোলদার, অফিসার ইনচার্জ, সদরপুর, ফরিদপুর। জনাব মিজানুর রহমান শিকদার,ভাইস চেয়ারম্যান, সদরপুর উপজেলা পরিষদ।
জনাব জিনিয়া নাজনীন (কল্পনা),মহিলা ভাইস চেয়ারম্যান, সদরপুর উপজেলা পরিষদ। জনাব নাজমুল হাসান খাঁন বোরহান, সভাপতি, বাবুরচর সঃ প্রাঃ বিদ্যালয়। খেলার রানারআপ পুরষ্কার হিসেবে ছিলো একটি ট্রফি এবং ২০,০০০/- টাকার নগদচেক এবং চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে ছিলো একটি ট্রফি এবং ৫০,০০০/- টাকার নগদ চেক।
এছাড়াও সকল খেলোয়াড়দের জন্য ছিলো মেডেল। খেলায় সভাপতিত্ব করেন জনাব সাখাওয়াত হোসেন খান, সভাপতি বাবুরচর উচ্চ বিদ্যালয়। খেলায় স্বার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ লিটন, সভাপতি, আলোকধারা এবং মোঃ রাসেল মুন্সি, সাধারণ সম্পাদক, আলোকধারা।
এছাড়াও খেলার শান্তি পূর্ণ ভাবে পরিচালনা করার জন্য ছিলো স্থানীয় পুলিশ প্রশাসন এবং আলোকধারার শতাধিক সেচ্ছাসেবী।
সেক লাবলু-ফরিদপুর সদর প্রতিনিধি।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে