মাগুরায় জমিজমার জের ধরে পিতা পুত্র কে হত্যার চেষ্টা
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়ড়িয়া গ্রামের মোঃ ওহিদুল ইসলাম (৪৪) ছেলে মোঃ সাহেব আলী (১৮) তাদের কে হত্যার চেষ্টা করা হয় বলে জানান ওহিদুল ইসলাম।
প্রথমে ওহিদুল ইসলামের দিকে আঘাত হানে, পরে তাঁর ছেলের আঘাত করে লিটনের নেতৃত্বে ৬ জন মিলে ভীষণ মারধোর করে। তাদের সবার হাতে চাপাতি, হাতুড়ি, রড, লাঠি এইসব দিয়ে আঘাত করতে থাকে তাদের কে ।
চিৎকারে আশেপাশের স্থানীয় মানুষ ছুটে আসে তাদের কে মোঃপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আশঙ্কা দেখা গেলে পরে তাদের কে মাগুরা সদর ২৫০ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
পরে স্থানীয় লোকজন তাদের কে চিনেন বলে জানান দৈনিক ভোরের বার্তা কে। লিটন ফকির (২৬) মৃত – তুরাপ ফকির, বাবু (৪০) শাহীন (৩৮) মৃত তুরাপ ফকির (৫৮) সুজন (২৯) আজিম (২৬) পিতাঃ বেলায়েত শেখ।
বাদী ওহিদুল ইসলাম জানান তারা ভাড়া করে গুন্ডা এনে তাদেরকে মারপিট করে হয়েছে। পিতা ওহিদুল ইসলাম জানান তার ছেলে কলেজ পড়ুয়া তিনি ডিপ্লোমা কোর্সে ইন্জিনিয়ারিং এ পড়ছে বলে জানান।
সামনে তাঁর পরীক্ষা, সে আজ হাসপাতালের বিছানায়।
মাগুরা প্রতিনিধি এস এম শিমুল রানা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.